
বর্তমানে বাংলাদেশে ফ্রিল্যান্সিং অত্যন্ত জনপ্রিয় একটি নাম। এ’বছরের শুরুর দিকে প্রথম আলোর এক প্রতিবেদনে তথ্য প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ জানান, বাংলাদেশে সাড়ে ছয় লাখ ফ্রিল্যান্সার রয়েছেন। যাদের বার্ষিক আয় প্রায় ১০ হাজার ৬০০ কোটি টাকা। এটা কেবলই সরকারি হিসাব। কিন্তু এর প্রকৃত সংখ্যাটা হয়তো তারচেয়েও অনেক বেশি।
বর্তমানে দেশের বেশিরভাগ যুবক ফ্রিল্যান্সিংয়ের প্রতি আকর্ষিত হচ্ছে। এর কারণ এখানে স্বাধীনতা আছে, নিজের ভালো লাগা আছে, ধরাবাঁধা কোনো নিয়ম নেই। দক্ষতা অনুযায়ী ইনকাম বেশি। কিছু কিছু ক্ষেত্রে অনেক সরকারি ও বেসরকারি চাকরির বেতনের থেকেও বেশি। তাই বাংলাদেশের একটা বৃহৎ জনগোষ্ঠী ফ্রিল্যান্সিংয়ে নিজেদের ক্যারিয়ার ডেভলপ করছে। এবং উপার্জন করছে লক্ষ লক্ষ টাকা।
যত দিন যাবে, বাংলাদেশে ফ্রিল্যান্সারের সংখ্যা তত বৃদ্ধি পাবে।